ভারতের তথ্য-প্রযুক্তির কেন্দ্রস্থল বেঙ্গালুরে টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিজনিত বন্যায় বেশকিছু লোক প্রাণ হারিয়েছে।
বেঙ্গালুরে গত তিনদিনের প্রবল বৃষ্টিতে লেকগুলো উপচে পড়ছে। রাস্তাঘাট ডুবে গেছে এবং ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বাস, গাড়ি ,রিকশাগুলো হাঁটু পানিতে চলাচল করছে। বেঙ্গালুরের একজন বাসিন্দা সোমবার বলেছেন, ঘরের সামনে পানি জমে থাকায় আমরা ভেতরে যেতে পারছি না।
ভারতের দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহের আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন মারা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। এ ছাড়া গত মাসে কেরালায় প্রবল বর্ষনের ফলে সৃষ্ট বন্যায় আরো ৪২ জন মারা গেছে।বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়াজুড়ে অপ্রত্যাশিত ও বিরুপ আবহাওয়া বিরাজ করছে।