জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, মহামারি অব্যাহত থাকায় ক্ষোভ এবং জলবায়ু পরিবর্তন ও সংঘাত আরো বেশী মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় বিশ্বব্যাপী আকাশচুম্বি সাহায্যের প্রয়োজন মেটাতে সংস্থাটি ৪ হাজার ১শ’ কোটি ডলার সহযোগিতা চেয়েছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র (অফিস ফর দ্যা কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান এফেয়ার্স) অনুমিত হিসাবে আগামী বছরে বিশ্বব্যাপী প্রতি ২৯ জনের একজন করে ২৭ কোটি ৪০ লাখ লোকের জরুরি সহায়তার প্রয়োজন হবে, যা ২০২১ সালের চেয়ে ১৭ শতাংশ বেশী। ইতোমধ্যেই ২০২১ সালের চাহিদার হিসাবে রেকর্ড ছাড়িয়ে গেছে।