• প্রকাশিত : ২০২১-১২-২১
  • ১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া সোমবার দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে। জার্মানির একটি আদালতের দেয়া রুলিং প্রশ্নে বার্লিনের সাথে বিরোধের প্রেক্ষাপটে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে তাদেরকে বহিস্কার করা হলো। আদালতের রায়ে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল। খবর এএফপি’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিক কর্মচারিকে বহিস্কারের পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এই বহিস্কার ঘোষণা করা হয়েছে।’
তবে এ দুই কূটনীতিক কখন রাশিয়া ত্যাগ করবেন সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
মন্ত্রণালয় আরো জানায়, তারা এমন পদক্ষেপ গ্রহণ করে গত সপ্তাহের রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিনের বহিস্কারের ‘কঠোর প্রতিবাদ’ জানালো।
বার্লিনের বিচারকরা গত সপ্তাহে রাশিয়ার নাগরিক ভাদিম ক্রাসিকভ ওরফে ভাদিম সকোলভকে যাবজ্জীবন কারাদ- দেন। ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে ৪০ বছর বয়সী জর্জিয়ার নাগরিক টর্নিক কাভতারাসভিলিকে গুলি করে হত্যা করায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
এক বিচারক বলেন, ক্রেমলিন বিরোধী হওয়ার ‘প্রতিশোধের’ অংশ হিসেবে তাকে হত্যা করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, মস্কো এ হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।
মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে।
এদিকে সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুৃখপাত্র বলেন, ‘এ পদক্ষেপ বিস্ময়কর না হলেও এটিকে জার্মান সরকার সম্পূর্ণভাবে অযৌক্তিক হিসেবে দেখছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat