যুক্তরাজ্য সরকার মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ এই প্রথমবারের মতো মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এ ভাইরাসের উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্তের হার অনেক বেড়ে যাওয়ায় এ নতুন রেকর্ড সৃষ্টি হলো। খবর এএফপি’র।
ব্রিটেন সরকার জানায়, এদিন পরীক্ষায় মোট দুই লাখ ১৮ হাজার ৭২৪ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ মহামারি শুরুর পর থেকে প্রতিদিনের হিসাবে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।