ব্রেকিং নিউজ :
সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে,গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। ওই সময় ৮২১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার শতকরা ১০ দশমিক ৭২ ভাগ। যা আগের দিন ছিল ৮ দশমিক ৮৬ ভাগ। করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৭৯ জন ও হবিগঞ্জ জেলায় ৯ জন রয়েছেন। এসময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল উর্ধমুখী। এদিন শনাক্তের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। এর পর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ, ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ,১০ জানুয়ারি ৪.৮০ ভাগ ও ১১ জানুয়ারি ৪.১০ ভাগ,১২ জানুয়ারি ৫.১৭ ভাগ,১৩ জানুয়ারি ৬.৬২ ভাগ,১৪ জানুয়ারি ৮.৮৬ ভাগ ও আজ ১৫ জানুয়ারি সর্বোচ্চ সংক্রমিত হচ্ছে ১০.৭২ ভাগ। প্রতিদিনই সংক্রমনের হার বাড়তেই আছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা ৫৫ হাজার ৫৪৪ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরন করছেন ১ হাজার ১৮৫ জন। এদিকে করোনা সংক্রমন রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দেশনানুযায়ী সব ধরনের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat