ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় শতাধিক লোক হতাহত হয়েছে।ইয়েমেনে ইন্টারন্যাশনাল কমিটির ফর দ্য রেড ক্রস (আইসিআরসি) মুখপাত্র বশির ওমর জানান, হুথি বিদ্রোহী আন্দোলনের কেন্দ্র সাদা নগরীতে হামলার পর হতাহতের সংখ্যা এখনও বাড়ছে।" খবর এএফপি’র।
সাদা’র দুটি হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এখানে ১০০ জনের বেশি হতাহত হয়েছে।”
ইরান সমর্থিত হুথি বিদোহীদের ফুটেজে কারাগারের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে স্তুপিকৃত মৃতদেহ ও সেখান থেকে সেগুলোকে টেনে বের করার বিভীষিকাময় দৃশ্য দেখা গেছে।
ডক্টরস উইদাউট বর্ডারস এমএসএফ জানিয়েছে, সাদা নগরীর হাসপাতালে কারাগারের হামলায় আহত প্রায় ২০০ জনকে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালে জায়গা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আর রোগী ভর্তি করতে পারছে না।