ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 করোনার কারনে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে সম্প্রতি বেশ কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে যা নিয়ে সমালোচনার মুখে পড়েছে লিগ কর্তপক্ষ। যার প্রেক্ষিতে বুধবার করোনা সংক্রান্ত নতুন আইন জারী করেছে প্রিমিয়ার লিগ যা অংশগ্রহণকারী ২০টি ক্লাবই মেনে নিয়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী একটি দলে অন্তত চারজন কোভিড পজিটিভ হলে সংশ্লিষ্ট ক্লাবটির অনুরোধে ম্যাচ স্থগিত করা যেতে পারে।
আগের আইনের কারনে বেশ কিছু ক্লাব ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের তোপের মুখে এই পরিবর্তণ করতে বাধ্য হয় লিগ কর্তৃপক্ষ। পুরোনো আইনে একটি দলে সিনিয়র তালিকা অথবা অনুর্ধ্ব ২১ দলের অন্তত ১৩ জন ফিট খেলোয়াড়ের সাথে একজন গোলরক্ষক থাকলেই সেই ম্যাচটি আয়োজনে আর কোন বাঁধা ছিলনা। কিন্তু সেখানে কোভিডের কারনে অথবা ইনজুরি ও আন্তর্জাতিক দায়িত্বে  কতজন অনুপস্থিত থাকলে ম্যাচটি অনুষ্ঠিত হবে না তা নিয়ে সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা ছিলনা। আর এই সুযোগে কোন দলে কোভিড আক্রান্তের সংখ্যা কম থাকলেও ইনজুরি ও জাতীয় দলের ছাড়পত্র দেয়া খেলোয়াড়দের না পেয়ে সেই ম্যাচটি স্থগিতের অনুরোধ জানিয়ে সফল হয়েছে অনেক ক্লাবই। 
ইংল্যান্ডে ওমিক্রন ভাইরাস ব্যপকহারে  ছড়িয়ে পড়ার পর ডিসেম্বর থেকে এ পর্যন্ত কোভিডের কারনে প্রিমিয়ার লিগে ২২টিম ম্যাচ স্থগিত করা হয়েছে। 
এ্যাস্টন ভিলার প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান পুরস্লো সম্প্রতি বলেছেন এই আইন মোটেই যথার্থ নয়। আর্সেনালের বিপক্ষে লন্ডন ডার্বির ম্যাচটি স্থগিতের আবেদন করে সফল হতে না পারায় আগের আইন নিয়ে টটেনহ্যামও লিগ কর্তৃপক্ষের বেশ সমালোচনা করেছিলেন।
প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ক্লাবগুলোর সাথে আলোচনার পর ম্যাচ স্থগিতের ব্যপারে কোভিড-১৯ সংক্রান্ত আইনের কয়েকটি পরিবর্তন করা হয়েছে। আর এই আইনে প্রতিটি ক্লাবই সম্মতি জানিয়েছে। পুরো মহামারি জুড়েই খেলোয়াড়, স্টাফ ও এর সাথে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিয়ে আসছি। ডিসেম্বরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শুরু হবার পর আমরা সর্বশেষ এই গাইডলাইন আপডেট করি। নতুন আইনেও ক্লাবের অনুরোধ পর্যবেক্ষন করেই সিদ্ধান্ত নেয়া হবে।’
আগামী ৫ ফেব্রুয়ারি বার্নালি বনাম ওয়াটফোর্ডের মধ্যকার পুন:নির্ধারিত ম্যাচটি দিয়ে নতুন এই আইনের প্রয়োগ শুরু হবে বলে লিগ নিশ্চিত করেছে। 
যদিও কিছু কিছু শীর্ষ ক্লাবের ম্যানেজাররা মৌসুমের মাঝামাঝিতে এই আইন পরিবর্তনের বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। তাদের মতে একটি ক্লাব যদি চারজন কোভিড খেলোয়াড় নিয়ে খেলতে না পারে তবে স্থগিতের কারনে প্রতিপক্ষ দলটি বাড়তি সুবিধা পাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat