কিরগিজস্তান শুক্রবার তাজিকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে পৌঁছেছে। মধ্য এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে বৃহস্পতিবার সীমান্তে সর্বশেষ রক্তক্ষয়ি সংর্ঘষের পর এই যুদ্ধবিরতি হলো।
সীমান্তে কিরগিজ ও তাজিক সম্প্রদায়ের মধ্যে ভূমি ও পানি সরবরাহ নিয়ে প্রায়ই সংঘর্ষ ঘটে। এসব সংঘর্ষে প্রায়ই সীমান্তরক্ষীরা লিপ্ত হয়ে পড়ে।
তাজিকিস্তান বৃহস্পতিবার রাতে জানিয়েছে যে, অতি সম্প্রতি গুলি বিনিময়কালে বেসামরিক ও সামরিক প্রাণহানি ঘটেছে। তবে বিস্তারিত কোন বিবরণ দেয়নি।
কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি শুক্রবার জানিয়েছে, প্রাদেশিক গভর্নর ও সীমান্ত বাহিনীর প্রতিনিধিরা সীমান্তে এক বৈঠকে তাজিকিস্তানের সাথে úূর্ণ যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
উভয় দেশ সশ¯্র বাহিনী প্রত্যাহার, সীমান্তে টহল সমন্বয় ও একটি কৌশলগত সড়কে যানবাহন চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে।