সংযুক্ত আবর আমিরাত সোমবার জানিয়েছে, তারা উপসাগরীয় এ দেশ লক্ষ্য কওে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এতে কেউ হতাহত হয়নি। চলতি মাসে এটি ছিল বিদ্রোহীদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ‘এয়ারডিফেন্স দেশটিকে লক্ষ্য করে হুতি সন্ত্রাসি গ্রুপের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে এবং ধ্বংস করে ফেলেছে।’
এতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ একটি জনবিরল এলাকায়প ড়ায় এতে কেউ হতাহত হয়নি।
চলতি মাসে ইউএই’কে লক্ষ্য করে চালানো এটি ছিল তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
এরআগে, ১৭ জানুয়ারি চালানো প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিন বিদেশি কর্মী নিহত হন। এর এক সপ্তাহ পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দ্বিতীয় এ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়।
এদিকে ইউএই’তে অপারেশন চালানোর ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, সোমবারের হামলার বিষয়ে এখন পর্যন্ত হুতিগ্রুপ কোন মন্তব্য না করলেও ‘আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে’তাদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলা হয়।
ইউএই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ যা ইরান সমর্থিত হুতির বিপক্ষে কঠোর অবস্থানে থাকা ইয়েমেন সরকারকে সমর্থন করে।
২০১৯ সালে ইউএই ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও দেশটির ব্যাপারে তারা একটি প্রভাবশালী দেশের ভূমিকায় রয়েছে।