পাকিস্তানে সোমবার নতুন করে পাঁচ হাজার ৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে আরো ৩২ জন।
মঙ্গলবার দেশটির ন্যাশনাল কমান্ড এন্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ কথা জানিয়েছে।
মহামারি রোধে জাতীয় প্রচারণায় নেতৃত্বদানকারী এনসিওসি আরো বলছে, দেশটিতে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩০ হাজার ৩৬৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ৩৯০ জন।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৭৫ জন। এর মধ্যে দেড় হাজার রোগীর অবস্থা আশংকাজনক।
এদিকে করোনায় সোমবার আরো মারা গেছে ৩২ জন। এ নিয়ে মোট মৃতে সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০১ জনে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৩ হাজার ৭০ জন। এরপরেই রয়েছে পাঞ্জাবের অবস্থান। এ রাজ্যে সংক্রমণ সংখ্যা চার লাখ ৮০ হাজার ৪২১ জন।