আফ্রিকায় শনিবার পর্যন্ত মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৩০২ জনে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এ কথা জানায়।
আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা জানিয়েছে, কোভিডে মহাদেশ জুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ১১২ জনে এবং ৯৯ লাখ ১৭ হাজার ৭৫৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছে।
আফ্রিকা সিডিসি বলেছে, মহাদেশে সবচেয়ে বেশী আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া ও ইথিওপিয়া। মহাদেশে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা।