মস্কো ইউক্রেনে অনুপ্রবেশের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করার প্রেক্ষিতে ইউক্রেন রোববার বলেছে, হামলার চেয়ে কূটনীতির মাধ্যমে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক বিবৃতিতে বলেছেন, "পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে যে, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার চেয়ে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ যথেষ্ট বেশি।” খবর এএফপি’র।