ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ  জয়ের জন্য নিজ দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব আল হাসান।  তিনি বলেন, এখনো স্বমহিমায় ফিরতে পারা  ব্যাটারদের কাজকে সহজ করে দিয়েছে বোলাররা।
আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় স্কোর না করেও সেটি ডিফেন্ড করে জয়ের পর সিলেটে সাকিব বলেন, ‘আমরা খুব ভালো ডিফেন্স করেছি। কৃতিত্ব সব বোলারদের দিতে হবে। বিশেষ করে তারা যেভাবে বোলিং করেছে।’
এই জয়ে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। পাশাপশি এই ম্যাচটি জিতে টুর্নামেন্টের  শেষ চারে জয়গাটাও প্রায়  নিশ্চিত হয়ে গেছে দলটির।
 টসের বিপরীতে  আগে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে বরিশাল। যা শেষ তিনটি ম্যাচের তুলনায় কিছুটা ভালো পারফরমেন্স। আগের ম্যাচগুলোতে সংহ্রহ ছিলেঅ  ১৫০-এর নিচে। কিন্তু তারপরও বোলারদের ভালো পারফরমেন্সের সুবাদে  সেই ম্যাচগুলোতে জয় পেয়েছিল তারা।
মূলত মুজিব উর রহমানকে  সাথে নিয়ে  বোলিং বিভাগে  নেতৃত্ব  দিয়েছেন সাকিব।  এ পর্যন্ত  টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।  এখন পর্যন্ত দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি।
সাকিব বলেন, ‘আমাদের স্কোরি খুব কম না।  আর শুধুমাত্র ২-৩টি বাউন্ডারি পেলে  আমরা ১৬৫-১৭০ স্কোর পাবো। এটিই ডিফেন্ড করা মত খুবই ভালো স্কোর।  কারন আমাদের ভালো বোলিং আক্রমন আছে।’
তিনি আরও জানান, বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরও, আমাদের ব্যাটানদের নিশ্চিত করতে হবে, তারা বোর্ডে ১৬০/১৭০ রান যোগ করতে পারে।
সাকিব বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, পরের ম্যাচে আমাদের সেটা করতে হবে। এটা ২০-২৫ রান বা অন্য কিছু নয়। এটি ২-৩ বলের ব্যাপার, যা আমাদের ২-৩টি বাউন্ডারি দিতে পারে এবং এটিই আমাদের প্রয়োজন। আমাদের যোগ্য দল আছে। আমি আশাবাদী, তারা এটা করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat