মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিস্কারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে রাশিয়ার দুই নন্বর কূটনীতিককে বহিস্কারের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।
রাশিয়ান দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ র্যাংকিংয়ের কর্মকর্তা সের্গেই ট্রেপেলকভকে বুধবার জানানো হয় যে এইমাসের শুরুতে রাশিয়ায় মার্কিন ডেপুটি চিফ অফ মিশন বার্টগোরম্যানকে চলে যাওয়ার নির্দেশের পর তাকেও যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই বহিষ্কারের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কোন সম্পর্ক নেই।
ক্রেমলিনের পক্ষে বলা হয়, গত সপ্তাহে গোরম্যানকে বহিষ্কারের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র এর জবাবে পরবর্তী পদক্ষেপ হিসেবে রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।