ক্রেমলিন শনিবার পশ্চিমা-পন্থী ইউক্রেনকে সমঝোতা আলোচনা প্রত্যাখ্যান করার মাধ্যমে সামরিক সংঘাত দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রত্যাশিত আলোচনার প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট শুক্রবার বিকালে রুশ ফেডারেশনের মূল বাহিনীর অগ্রযাত্রা স্থগিত করার আদেশ দিয়েছেন।”
তিনি বলেন, “যেহেতু ইউক্রেনের পক্ষ থেকে আলোচনায় অস্বীকৃতি জানানো হয়েছে, তাই শনিবার বিকাল থেকে রুশ বাহিনী পুনরায় অগ্রযাত্রা শুরু করেছে।”