সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শপিং সেন্টারে অগ্নিকান্ডে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, লা মিরাডা শপিং মল ভবনে মঙ্গলবার ভোরে আগুন লাগে। অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে।
সানার খবরে আরো বলা হয়েছে, এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে পাঁচজনের।
কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।