ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে এরই মধ্যে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। অসংখ্য রাশিয়ান সেনাও মারা যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গত দুই সপ্তাহে রুশ সেনা নিহতের সংখ্যা ৫-৬ হাজার হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেন যুদ্ধে গত দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫-১৮ হাজার সেনা। ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা নিহত থেকেও তিনগুণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই ঘটনাকে খুব উল্লেখযোগ্য হতাহতের সংখ্যা বলে বর্ণনা দিয়েছেন। একই সঙ্গে এই মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।