মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সমকক্ষ ইমানুয়ে মাখো ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর তাস’র।
বিবৃতি বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে কথা বলেন।’
এতে আরো বলা হয়, ‘তারা সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার বিষয় পর্যালোচনা করে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করতে তাদের প্রতিশ্রুতির ও ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।’
এর আগে দেয়া এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রেস দপ্তর জানায়, বাইডেন ও মাখে তাদের ফোনালাপকালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পদক্ষেপ জোরদারে সম্মত হন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুগানস্ক পিপলস রিপাবলিক এলপিআর)’কে স্বীকৃতি দিতে ক্রেমলিনে একটি অনুষ্ঠানে ফরমান স্বাক্ষর রেন। পুতিন ডিপিআর নেতা ডেনিস পুশিলিন ও এলপিআর নেতা লওনিড পাসেচনিকের সাথে সাক্ষাত করেন এবং রাশিয়া ও উভয় প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সাহায্য বিষয়ে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেন।