সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাঙালি জাতিসত্তাকে উম্মোচন করে বিশ্বে বাঙালি জাতিকে মর্যাদার আসনে উন্নীত করে গেছেন।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালির জন্য যা কিছু করে গেছেন ইতিহাসের পাতায় তা অম্লান হয়ে আছে। বাঙালি স্বাধীনচেতা জাতি। এ জাতি কোনো অপশক্তি কিংবা স্বৈরশাসকের কাছে কখনো মাথা নত করেনি। বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন বলে বাঙালি আজকে শাসিত থেকে শাসকে পরিণত হতে পেরেছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সরকার শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।