ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে মস্কোকে বাদ দেয়ার প্রস্তাবের বিষয়ে মহাদেশীয় শক্তিশালী এ দেশ ভোটদানে বিরত থাকার এক দিন পর তাদের মধ্যে এ ফোনালাপ হয়। খবর এএফপি’র।
রামাফোসা এক দিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেন এবং আন্তর্জাতিক সংস্থাকে ‘সেকেলে’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি একেবারে ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনে মস্কোর রক্তক্ষয়ী আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার করায় দক্ষিণ আফ্রিকার সরকারের সমালোচনা করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের বিষয়ে ভোটদানে বিরত থাকা ৫৮টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা রয়েছে। এই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসন চালানোর শাস্তি হিসেবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাদ দেয়ার কথা বলা হয়।
ইউক্রেন যুদ্ধ প্রশ্নে গ্রহণ করা বিভিন্ন প্রস্তাবে বিষয়ে এ নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকা ভোটদানে বিরত থাকলো।
শুক্রবার রাতে রামাফোসা টুইটার বার্তায় বলেন, তিনি বাইডেনের সাথে ‘ফলপ্রসু’ ফোনালাপ করেছেন।
রামাফোসা টুইটার বার্তায় লিখেছেন, ‘আমরা ইউক্রেন সংঘাত বিষয়ে মত বিনিময় করেছি এবং কিয়েভ ও রাশিয়ার মধ্যে সংলাপ ও যুদ্ধবিরতি পালনের প্রয়োজনীয়তার বিষয়ে তারা সম্মত হন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat