ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য সাকিব আল হাসান শতভাগ ফিট বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল হক।
করোনা নেগেটিভ হবার পর গতকাল রাতে দলে যোগ দেন সাকিব। আজ দলের অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন এবং এ থেকেই বুঝা যায় প্রথম টেস্ট খেলার জন্য মরিয়া তিনি।
আজ মোমিনুল বলেন, ‘সে শতভাগ ফিট। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি, সে টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট।’
মুলত গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর প্রথমবারের মত ব্যাটিং করলেন সাকিব। কিন্তু নেটে পেস ও স্পিনারদের খেলার সময় জড়তা ছিলো না তার ব্যাটিংয়ে। এমনকি আক্রমানত্মকভাবে ব্যাট করেছেন তিনি। যা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে খুশি করার জন্য যথেষ্ট ছিলো। সাকিবকে বাহ্বা দিতেও দেখা গেছে ডোমিঙ্গোকে।
মোমিনুল বলেন, ‘আমি যা দেখেছি, সত্যিই সে ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, সে খেলবে।’
তিনি আরও বলেন, ‘সাকিবের জন্য ভালো দিক হলো, মানসিকভাবে সে খুবই শক্তিশালী। সে চাইলে বাঁধা পেরিয়েও খেলতে পারেন।’
যদি কাল সাকিব খেলেন, তবে এ বছর এটি হবে প্রথম টেস্ট। গত বছর পাকিস্তানের বিপক্ষে খেলার পর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। আর পারিবারিক সমস্যার কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি তিনি।
মোমিনুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। কিন্তু পারিবারিক সমস্যার কারনে সিরিজে খেলতে পারেননি তিনি। করোনার কারনে এই সিরিজেও তার না খেলার সম্ভাবনা জেগেছিলো। কিন্তু সে এখন সুস্থ হয়ে উঠেছে এবং আমার মনে হয়, সে খেলতে মরিয়া।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat