আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে ।
আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক কর্মীদের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
এতে আরও বক্তব্য রাখেন নাট্যশিল্পী তানভীন সুইটি, কন্ঠশিল্পী নায়ক এস.ডি রুবেল, কবি লেখক সাহিত্যিক মুনা চৌধুরী, প্রাবন্ধিক ড. লায়ন মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সিরাজী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি জামাত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের হিংসা হয়।