বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আজ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
নগরীর বিডা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডা নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
বিআইডিএ কার্যনির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী এবং বিসিসিসিআই-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা নিজ নিজ পক্ষের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের মাধ্যমে বিডা এবং বিসিসিসিআই বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের জন্য সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বেসরকারি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে বিসিসিসিআই এবং বিডা যৌথভাবে প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা ও পরামর্শ প্রদান করবে।
মো. সিরাজুল ইসলাম বলেন, বেসরকারি খাতে চীনা বিনিয়োগের সুবিধার্থে বিডা এবং বিসিসিসিআই ইতিমধ্যে একসঙ্গে কাজ করছে।
তিনি আরো বলেন, ‘সরকারিভাবে, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার। চীন আমাদের অনেক সরকারি প্রকল্পে সরাসরি কাজ করছে। যদিও, চীন থেকে আমাদের প্রচুর সরকারি বিনিয়োগ রয়েছে, তবে বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম। চীনা বিনিয়োগকারীরা বহির্বিশ্বে প্রচুর বিনিয়োগ করছে এবং আমাদের এই সুযোগটি নিতে হবে।’