ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশে কাতার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সৈয়দ যারাল্লা এস এস আল-সামিক আজ বুধবার সচিবালয়স্থ মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও ২০২৬ সালে আইটিইউ’র প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স-২৬’র (চচ-২৬) নির্বাচন ও ভেনু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। 
উল্লেখ্য এ বছর সেপ্টেম্বরে রুমানিয়ার বুখারেস্টে প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স-’২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনফারেন্সে আইটিইউ’র সদস্য দেশগুলোর ভোটের ভিত্তিতে প্লেনিপটেনসিয়ারি কনফারেন্স -২৬’র ভেনু নির্ধারিত হবে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাতার ভ্রাতৃপ্রতীম দু’টি দেশ। এই দুই দেশের মধ্যে বিদ্যমান  সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত  গুরুত্বপূর্ণ  অবদান রাখছে।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে আইটিইউ’র সদস্য পদ অর্জন করে। একই বছর কাতারও আইটিইউ’র সদস্য পদ লাভ করে। 
মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তিখাতসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব যেমন কাজ করেছে, তেমনি বাংলাদেশ অগ্রগতিতে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিখাতের অগ্রগতির অভিজ্ঞতা এবং এ খাতের দক্ষ মানব সম্পদ কাতারে কাজে লাগানোর সুযোগ রয়েছে। 
ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল প্রযুক্তিখাতসহ বিভিন্ন খাতে সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলে দেশে ডিজিটাল যন্ত্র উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারের  বিনিয়োগ বান্ধব এই নীতি কাতার কাজে লাগাতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের মতো একটি বড় ইভেন্ট আয়োজন করার জন্য তিনি কাতারের ভূমিকার প্রশংসা করেন।
ডেপুটি হেড অব মিশন কম্পিউটারে বাংলা ভাষার কী বোর্ড প্রণয়নের জন্য মোস্তাফা জব্বারকে অভিনন্দিত করে কাতার বিশ্বকাপে যোগদানের আমন্ত্রণ জানান। সৈয়দ যারাল্লা এস এস আল-সামিক বাংলাদেশের টেলিযোগাযোগখাতসহ অন্যান্য খাতের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতাদের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat