ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৯-০৬
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল পরিমাণ মালামাল বহনকারী একটি বিদেশী জাহাজ মোংলা সমুদ্র বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এসে পৌঁছেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার ৪০০ মেট্রিক টন লোহার সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে রাশিয়া থেকে রুশ পতাকাবাহী ‘এমভি ইউএনআইডব্লিউআইএসডিওএম’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালান- উল্লেখ করে তিনি আরও বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু ও মেট্রো রেললাইন এবং অন্যান্য ফার্স্ট ট্র্যাক প্রকল্পের জন্য বিপুল কাঁচামাল নিয়ে আরও জাহাজ মোংলা সমুদ্র বন্দরের পথে রয়েছে।
গত মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলওয়ে সেতুর বিপুল পরিমাণ যন্ত্রপাতি, সরঞ্জাম ও কাঁচামাল বোঝাই বেশ কয়েকটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে এসেছে।
বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু ও খানজাহান আলী রেলসেতুসহ কয়েকটি মেগা প্রকল্পের বিপুল যন্ত্রপাতি, সরঞ্জাম, কাঁচামাল এবং বিপুল সংখ্যক আমদানি করা গাড়ি গত ৫০ দিনে এ বন্দর দিয়ে খালাস করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরটি, বিশাল ও আধুনিক উন্নয়ন প্রকল্প বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর, আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে।
মোংলা বন্দর অধিক সাশ্রয়ী ও নিরাপদ বন্দর হওয়ায়, দেশের সব মেগা প্রকল্পের মালামাল এখন এই বন্দরের মাধ্যমেই আমদানি করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat