আগামীকাল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাবলি বাউন্সার’। সিনেমাটি ঘিরে বেশ কৌতূহল রয়েছে সিনেপ্রেমীদের। মধুর ভান্ডারকর পরিচালিত এই সিনেমাটিতে ভিন্ন এক তামান্নার দেখা পেতে যাচ্ছেন দর্শকরা।
এরইমধ্যে সিনেমাটির ট্রেলার, পোস্টারে তার ঝলক দেখেছেন তারা। শুধু তাই নয়, এই সিনেমার চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের সেরা অভিনয় মনে করছেন তামান্না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী।
তামান্ন বলেন, ‘মধুর ভান্ডারকর স্যার তার সিনেমায় নারীদের বরাবরই মূল্যায়ন করে থাকেন। এমনকি অভিনেত্রীদের সেরা অভিনয়টা বের করে আনতে তিনি সিদ্ধহস্ত। কাজের ক্ষেত্রে তিনি কখনও কম্প্রোমাইজ করেন না। শুরুতে এই চরিত্রটি নিয়ে বেশ ভয়ে ছিলাম। কারণ চরিত্রটির প্রয়োজনে হরিয়ানি শেখা, বুলেট চালানো, বিটবক্স শেখার মতো কঠিন কাজগুলো করতে হতো। এই জায়গাগুলোতে মধুর ভান্ডারকর স্যার কাজটি সহজভাবে করতে আমাকে দারুণ সহযোগিতা করেছেন। তিনি আমার ভেতর থেকে সেরাটা বের করে এনেছেন। আমি মনে করি, ক্যারিয়ারে এটাই আমার সেরা অভিনয়।’
বাবলি চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমাটির গল্প শোনার পরই সুযোগটা পাওয়ার অপেক্ষায় ছিলাম। মনে হয়েছিল, এতদিন এই চরিত্রটিই খুঁজছিলাম। এরপর বাবলিকে নিজের মাঝে ধারণ করতে দীর্ঘদিন পরিশ্রম করেছি। আমার মনে হয়, সিনেমাটি দেখার পর অনেকেরই মনে হবে বাবলি সে নিজেই।’