ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে জাফর ওয়াজেদের শ্রদ্ধা আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত ২, আহত ৪ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গেছে  বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারে পাকিস্তানের কাছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিলো টাগ্রেসরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ২ ওভারের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দু’জনই ১ রান করে করেন।
পঞ্চম ওভারের প্রথম বলে আবারও উইকেট হারায় বাংলাদেশ। এবার উইকেট পতনের তালিকায় নাম তুলেন রুমানা আহমেদ। তিনিও ১ রান করেন। ফলে দলীয় ৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
শুরুতেই চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন লতা মন্ডল ও নিগার সুলতানা। চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৪ রান যোগ করেন তারা। বড় ইনিংসের আভাস দিয়ে দ্রুত ফিরেন লতা ও নিগার। নিগার ২টি চারে ১৭ ও লতা ১টি বাউন্ডারিতে ১২ রান করেন।
পরের দিকের ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এক প্রান্ত ধরে খেলে বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সালমা খাতুন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ২৯ বলে ২টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন সালমা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
ম্যাচ জিততে ৭১ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা পায় পাকিস্তান। ৪৫ বলে ৪৯ রানের সূচনা গড়েন দুই ওপেনার। মুনিবা আলিকে ১৪ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা।
দ্বিতীয় উইকেটে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সিদরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ। সিদরা ৩৬ ও মারুফ ১২ রানে অপরাজিত থাকেন। ৪ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট নেন সালমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat