• প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌলভীবাজারে ফুটপাত দখল করে অস্থায়ীভাবে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
অভিযানকালে ১১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।এসময় ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করায় ১১টি প্রতিষ্ঠানকে (দোকান) ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়েছে।এ বিষয়ে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "স্থায়ী হাট-বাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘœ সৃষ্টি না হয়, সেলক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"অভিযানকালে অন্যান্যের মধ্যে ডিএসসিসি’র ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat