অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর সাথে গত রাতে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে , ১৯ বছর বয়সী সালাহ আল-বুরাইকি ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, জেনিন অভিযানের সময় ‘এই ব্যক্তি বিস্ফোরক নিক্ষেপ করে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বলে ধারণা করছে। জবাবে তারা সরাসরি গুলি ছুঁড়ে প্রতিক্রিয়া জানায়।’