হঠাৎ দক্ষিণ কলকাতা উত্সবের রব। কারণ পাক-ভারত ম্যাচের দারুণ পারফর্মেন্স উপলক্ষে আনুশকা শর্মা দিওয়ালি পার্টিও আয়োজন করেছেন। ছোট খাটো পার্টি নয়, একেবারে এলাহী কাণ্ড তার।
এদিকে ঝুলন গোস্বামীর জীবনীচিত্র শুটিংয়ের জন্য এই মুহূর্তে কলকাতায় আনুশকা শর্মা। কখনও ইডেনে, কখনও শিয়ালদহ শহর ঘুরে শুটিং করছেন নায়িকা।
সোমবার দিওয়ালি উপলক্ষে শুটিংয়ের ছুটি ছিল। দিওয়ালি সঙ্গে বিরাটের জয়ের আনন্দে টিমের ‘চাকদহ এক্সপ্রেস’-এর জন্য নাকি বিশেষ আয়োজন করেছিলেন নায়িকা। তবে পঞ্জাবি গায়কের সঙ্গে দিওয়ালির পার্টিতে শেহনাজের তুমুল নাচ, আভাস দিচ্ছে অন্য কিছু?
সূত্রের খবর, সবুজ অলিভ রঙের শাড়িতে সেজে ভামিকাকে কোলে নিয়ে রীতিমতো অতিথিদের আপ্যায়ন করছিলেন নায়িকা। নানা রকমের খাবার ছিল এই পার্টিতে। পানীয় থেকে মিষ্টির আয়োজন ছিল সবেরই। কিন্তু সবটাই কড়া নিরাপত্তার মধ্যে। বাইরে থেকে বোঝার উপায় নেই। গণমাধ্যমকেও সেভাবে বলেননি। এই পার্টিতে ঝুলন গোস্বামীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন নায়িকা। তবে তিনি দিল্লিতে থাকায় এই পার্টিতে যেতে পারেননি।
হোটেল সূত্রে খবর, কোনও টলিউড অভিনেতাদের দেখা যায়নি, শুধু কলাকুশলীই ছিলেন সেখানে। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের জয়ের উদযাপন কলকাতা থেকেই শুরু করে দিলেন স্ত্রী আনুশকা। তবে ক্রিকেট মহলের কোনও ব্যক্তিত্বকেই দেখা যায়নি পার্টিতে।
এমনকি, কলকাতায় পার্টি হওয়া সত্ত্বেও নিমন্ত্রিতদের তালিকায় নাম ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তাতে অবশ্য আশ্চর্য হননি ঘনিষ্ঠেরা। সৌরভ-বিরাটের সমীকরণের ইতিহাস এখন দেশ জুড়ে চর্চিত বিষয়।
রবিবারের ভারত-পাকিস্তানের ম্যাচের পর সকলের মুখে মুখে বিরাটের নাম ঘুরলেও, সৌরভের শুভেচ্ছা-টুইটের জায়গা পাননি তিনি। তাই নিয়ে তোলপাড় টুইটার। তাই বিরাট-পত্নীর উদ্যাপন পার্টিতে যে সৌরভকে দেখা যাবে না, সেটাই প্রত্যাশিত।