ব্রেকিং নিউজ :
লালমনিরহাটে মাদকবিরোধী কর্মশালা চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড ৪৩ ডিগ্রী সেলসিয়াস মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২ গোপালগঞ্জে বঙ্গবন্ধু ধানের ফসল কর্তন উৎসব বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোমার হয়ে গোলের খাতা খুলেছেন ওলা সোলবাকেন। গতকাল অনুষ্টিত সিরি এ’ লিগের ম্যাচে তার গোলেই তলানিতে থাকা ভেরোনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রোমা। এই জয়ে  লিগে  পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে হোসে মরিনহোর দলটি।
গত জানুয়ারিতে রোমায় যোগ দেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড সোলবাকেন। কিন্তু দলে তাকে খুব একটা দেখা যায়নি। কিন্তু গতকাল প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচে প্রথমার্ধের বিরতিতে যাবার মুহুর্তে (৪৫ মি.) তার নিচু শটের গোলটিই রোমাকে পুর্ন তিন পয়েন্ট এনে দিয়েছে।
খেলা শেষে ভক্তদের সমালোচনায় দু:খ প্রকাশ কোচ মরিনহো বলেন,‘ আমাদের মনোবল ছিল দুর্দান্ত। সেই সঙ্গে ভালো খেলার মাধ্যমে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ সৃস্টি করতে পেরেছি। কঠিন পরিস্থিতিতে এমন খেলার পরও সমর্থকরা ছেলেদের কৃতিত্ব দিতে অনীহা প্রকাশ করায় আমি হতাশ। তারা হয়তো এটি বুঝে না, অথবা বুঝতে চায় না।’
ম্যাচের আগে অবশ্য মরিনহো বলেছিলেন , বাধ্য হয়েই তিনি সোলবাকেনকে দলে রেখেছেন। কারণ আগামী বৃহস্পতিবার সালজবার্গের বিপক্ষে ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের জন্য বিশ্রামে পাঠাতে হয়েছে দলের দুই গুরুত্বপুর্ন তারকা পাওলো দিবালা ও লরেঞ্জো পেলেগ্রিনিকে। এদিকে ফ্লুতে আক্রান্ত হয়েছেন দলের আরেক তারকা টামি আব্রাহাম।         
তবে ২৪ বছর বয়সি সোলবাকেন সাফল্যের সঙ্গেই রোমার সপ্তাহ শেষের ম্যাচটির ইতি টানতে   পেরেছেন। এই জয়ে গোল ব্যবধানে এসি মিলানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান নিশ্চিত করেছে রোমা।
জয়টি স্থানীয় প্রতিপক্ষ ল্যাৎসিওকেও শীর্ষ চারের বাইরে পাঠিয়ে দিয়েছে রোমা। ল্যাৎসিওর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান রচনা করেছে রোমা। সালেরনিতানায় অনুষ্ঠিত ম্যাচে সিরো ইমোবিলের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে এর আগে শীর্ষ চারে জায়গা পেয়েছিল ল্যাৎসিও।
এদিকে নতুন বছর দ্বিতীয় পরাজয়ের কারণে ভেরোনা নেমে গেছে অবনমন জোনের শেষ তিনে। যারা এখন দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে স্পেজিয়ার চেয়ে। আর স্পেজিয়া গতকাল ২-০ গোলে হেরে গেছে জুভেন্টাসের কাছে। তবে ঘুরে দাঁড়ানোর জন্য জুভদের বিপক্ষে তাদের লড়াকু মেজাজ সবার প্রশংসা কুড়িয়েছে।
গতকাল ল্যাৎসিওর হয়ে জোড়া গোলের সুবাদে নতুন এক ইতিহাসের পথে আরো একধাপ এগিয়ে গেছে ইমোবিল। সালেরনিতানার বিপক্ষে দুই গোল করায় তিনি পৌঁছে গেছেন সিরি এ’ লিগের সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকার অস্টম স্থানে। এই নিয়ে ইতালির শীর্ষ এই লিগে ১৯১ গোল করেছেন ইমোবিল।   
 বর্তমানে ইনজুরির সঙ্গে লড়াই করছেন ৩২ বছর বয়সি ইমোবিল। তবে ইতালীয় কিংবদন্তী রবার্তো ব্যাজিও’র সর্বকালের সর্বোচ্চ গোলের  রেকর্ড স্পর্শ করতে   আরো ১৪ গোল করতে হবে ইমোবিলকে।
রোববার অনুষ্ঠিত সিরি এ লিগের অন্য ম্যাচে ফিওরেন্টিনা ১-১ গোলে ড্র করেছে এম্পোলির সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat