ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৪৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভক্তদের কাছে আদর্শ কাপলের অন্যতম উদাহরণ হলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। নিয়ম মেনে জীবন যাপন, ভ্রমণ কিংবা ট্রেকিং সবটাতেই তারা আছেন। দুজনেই যে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড! আর মাঝে মধ্যেই সেই কারণেই তাদের খবরের শিরোনামে দেখা যায়। এবার যদিও এই কদম অন্য একটা কারণে লাইমলাইটে উঠে এলেন বিরাট এবং আনুশকা।
সদ্যই পুমার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই তারকা জুটি। পুমা ফ্যাম জ্যামে গিয়ে নানা অজানা কথা একে অন্যের ফাঁস করে দেন তারা। বাদ দেন না নিজেদের গোপন কথা বলতে। এত কিছুর মধ্যেও অভিনেত্রী তার ভক্তদের জন্য একটি বিশেষ টিপস দিলেন। তিনি তার জীবনের একটা শিক্ষা সবার সং ভাগ করে নেন এবং বলেন এই কাজ যেন কেউ কখনই না করেন।
এই ইভেন্টে সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন তিনি এমন কোন জিনিসের কথা বলতে চান যা সবার ছেড়ে দেওয়া উচিত? উত্তরে আনুশকা বলেন, 'হঠকারিতা। আমি আগে ভীষণ দ্রুত প্রতিক্রিয়া জানাতাম সমস্ত ঘটনাতেই। এখন সময় নিয়ে উত্তর দিই।'
এরপর অভিনেত্রী আরও বলেন ' এটা করাতে এখন আমার জীবন অনেক ভালো হয়েছে। বিরাটেরও।' অভিনেত্রী কোন দিকে ইঙ্গিত করছিলেন তাতে কারও বুঝতে অসুবিধা হয় না। ফলে তাঁর কথা উপস্থিত সকল দর্শকই হেসে ওঠেন।’
আনুশকা বলেন, 'আমি এখন যেটা বলতে চলেছি সেটা কেউই তাঁদের জীবনে করবেন না। আর সেই জিনিসটা হল জলদি ঘুমানো। একান্ত না পারলে অন্তত যেন সকলে নৈশ ভোজ জলদি সেরে নেন। এতে আমার স্বাস্থ্য দারুণ ভালো আছে। এটার জন্য আমার ভালো ঘুম হয়, আমার ঘুম সংক্রান্ত যা যা সমস্যা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমি এখন অনেক ভালো করে ভাবতে পারি। সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করি।'
প্রসঙ্গত ২৬ মে শুক্রবার তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। একটি ক্রিম রঙা অফ শোল্ডার গাউনে তাঁকে এদিন দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat