ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ১৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও জাপানের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য গঠিত বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, মানব সম্পদ উন্নয়ন, উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ, ভিসা  প্রাপ্তি সহজীকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।  সংসদ সদস্য আ. ফ. ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে  অংশগ্রহণকারী মৈত্রীগ্রুপের সংসদ সদস্যরা হলেন মো: জিল্লুর হাকিম, ফজলে হোসেন বাদশাহ, তানভীর ইমাম, রাজী মোহাম্মদ ফখরুল, গোলাম কিবরিয়া টিপু এবং বেগম খাদিজাতুল আনোয়ার।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন ও  বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন। 
আ. ফ. ম রুহুল হক বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য দেশের মানব সম্পদকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য জাপানের সহযোগিতা নিতে হবে। বাংলাদেশ-জাপান দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। এই দুই দেশের জনগণই বন্ধুভাবাপন্ন ও কর্মঠ বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাপান সফর বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করেছে।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ জনগণ, রাষ্ট্র এবং সংসদের মধ্যে সম্পর্ক জোরদারের একটি শক্তিশালী প্রক্রিয়া। এর ধারাবাহিকতায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো: নাজমুল হুদা, জাপান অ্যাম্বেসীর সেকেন্ড সেক্রেটারি কোবায়াসী কনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদের আইপিআর সেকশনের ডিরেক্টর সামিয়া রুবাইয়াত হোসেইনসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat