কয়েক বছর ধরেই বিগ বাজেটের একাধিক বলিউড সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যা ব্যবসাসফলের পাশাপাশি দর্শকমহলে বেশ সাড়াও ফেলে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমাটি। গত শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি দেওয়া হয়েছে বরুণ ধাওয়ার ও জাহ্নবি কাপুর অভিনীত এ সিনেমাটি।
তবে ক্যারিয়ারের বয়স বেশ কয়েক বছর হলেও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সেভাবে পোক্ত করতে পারেননি জাহ্নবি। সেই জায়গায় প্রেক্ষাগৃহের বদলে ওটিটিতে তার সিনেমা মুক্তি নিয়ে শুরু থেকে ব্যবসায়িক শঙ্কা প্রকাশ করছেন সিনেবোদ্ধারা। এছাড়া একই সময়ে হলিউডের দুই আলোচিত সিনেমাও ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে জাহ্নবির ক্যারিয়ার নিয়েও সন্দিহান সমালোচকরা। তবে মুক্তির পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। যদিও কিছু নেতিবাচক আলোচনাও চলছে। জানা গেছে, রোমান্টিক ঘরানার এই ছবির সঙ্গে মিশে রয়েছে অ্যাডলফ হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি। কোথাও ড্রামা, কোথাও কমেডি আবার কোথাও ভরপুর রোমান্স রয়েছে সিনেমাটির গল্পে। পাশাপাশি আশি-নব্বইয়ের দশকের পুরনো হিন্দি গান, সাদা-কালো ফ্রেম বেশ নজর কেড়েছে দর্শকদের। এছাড়া বরুণের সঙ্গে জাহ্নবির প্রথম জুটি বাঁধা এবং তাদের রসায়নও বেশ প্রশংসিত হচ্ছে।
অনেকেই মন্তব্য করছেন অভিনয়ে আরও পরিণত হয়েছেন জাহ্নবি! তবে সিনেমাটিতে তাদের অভিনয় এবং ক্লাইম্যাক্স মন ভালো করা হলেও দর্শকের মনে দাগ কাটতে পারেনি সিনেমাটি।-এমনটা দাবি করছেন অনেকে।