ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছেন এই তারকা। তবে সম্প্রতি দীঘি জানিয়েছেন অনেক নায়ক-নায়িকাকেই নাকি তিনি পছন্দ করেন না।
গনমাধ্যমের এক সাক্ষাৎকারে দীঘি বলেন, দর্শকরা আমার ভালো দিক, খারাপ দিক দুটোই আমার সামনে বলে দেয়। ভালো হলেও বলে, আবার খারাপ হলেও সেটা সামনেই বলে দেয় যে, কোনটা আমাকে পরিবর্তন করতে হবে আর কোনটা করতে হবেনা। আমরা তো দর্শকদের জন্যই কাজ করি, তাই তারা যখন আমাদেরকে এই মোটিভেশন গুলো দেয় বা ফিডব্যাকগুলো দেয়, তখন সবসময় আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য তৈরি থাকি।
অনেক নায়ক-নায়িকাকে পছন্দ করেন না জানিয়ে চিত্রনায়িকা বলেন, আমি মনে করি দশ জন মানুষের মধ্যে ৭/৮ জন মানুষ আমাকে পছন্দ করলে বাকি ৩ জন আমাকে খারাপ বলতেই পারে। সবার রুচি কখনও এক হবে না এটা স্বাভাবিক। তাই এখানে ওভারকাম করার কিছু নাই। আমি নিজেও তো অনেক নায়ক-নায়িকাকে পছন্দ করি না। কিন্তু দেখা যায় আমার বাবা পছন্দ করেন কিংবা আমার বেষ্ট ফ্রেন্ড পছন্দ করেন। এটাতো মেনে নিতেই হবে। আমি নিজে করলে, অন্যদেরটাও মেনে নিতে হবে।
দীঘি আরও বলেন, একজন অভিনয়শিল্পীর জীবনে সে ছেলে হোক কিংবা মেয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়, সো আমাকেও করতে হবে। আমি নায়ক দেখে সিনেমা করলে তো অনেক কাজই করতে পারতাম। আমি তো গল্প দেখে সিনেমা করি, সে জন্যই কম দেখা যায় আমাকে।
আর আমি যেমনই হই না কেন, সব জায়গাতেই অনেক আশাবাদী এবং আত্মবিশ্বাসী। দর্শকরা যেহেতু এখন হলে যাচ্ছে সিনেমা দেখতে, আমার মনে হয় এটা আমার জন্য প্লাসপয়েন্ট। জোয়ারটা তো মাত্র শুরু হলো, এটা অব্যাহত থাকবে। জোয়ারটা একদিনের বা কয়েক মাসের না। যেহেতু জোয়ারটা শুরু হয়ে গেছে, বছরও শেষ হয়নি, এখনও অনেকদিন বাকি। তাই আমার কাজ যখন আসবে, তখন আমার কাজ দেখতেও হলে যাবেন তারা।
কাদা-ছোড়াছুড়িকে সাপোর্ট করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, কাদা-ছোড়াছুড়িকে আমি একদমই ভালো হিসেবে দেখি না। আমরা দুজন মানুষ যখন একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, সো কাদা ছুরলে কিন্তু আমার ইন্ডাস্ট্রিতেই পড়বে। আমি কখনোই এটাকে সাপোর্ট করি না। তবে কাদা ছোড়াছুড়ি করলে যদি একটা সিনেমা মানুষ বেশি দেখে তাতে আমার কোনো ক্ষতি নেই। সেটা তো আমার সিনেমারই লাভ।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat