ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৮১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাইফ হাসানের মতে, আসন্ন ওয়ানডে বিশ^কাপের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেভাবেই ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য নিজেদের প্রস্তুত করতে বদ্ধপরিকর ‘ব্যাক আপ’ পরিকল্পনায় থাকা খেলোয়াড়রাও।
বিশ^কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাকআপ পরিকল্পনায় সাইফ ছাড়াও আছেন- সৌম্য সরকার, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ।
এই বাছাই করা গ্রুপের সাথে অনুশীলন করছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করা তামিম ইকবালও। ফিটনেস সাপেক্ষে বিশ^কাপে জন্য অটোমেটিক পছন্দের তালিকায় আছেন তামিম।
তবে  এটি ‘ব্যাক আপ’ আটজন খেলোয়াড়ের জন্য প্রযোজ্য নয়। চূড়ান্ত দলে থাকা কোন খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার পরিবর্তে  দলে  সুযোগ থাকবে এ আট জনের মধ্য থেকে।
আসন্ন বিশ্বকাপে খেলার স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে থাকলেও ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য প্রস্তুত থাকতে ব্যাকআপ খেলোয়াড়রা নির্ধারিত অনুশীলনে কোন আপস করছেন না, বলে জানান সাইফ।
আজ সাইফ বলেন, ‘আমি মনে করি এটি (নির্বাচিত গ্রুপের অনুশীলন) বিশ্বকাপের জন্য একটি ব্যাকআপ পরিকল্পনা। যারা স্ট্যান্ডবাই আছেন এবং যারা বিশ্বকাপের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই আলাদা অনুশীলন। বিশ্বকাপের জন্য সবাইকে প্রস্তুত করতেই এই অনুশীলন সেশন তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের  সাথে মিল রেখে  ব্যাক আপ টিমের পরিকল্পনা  সাজানো হয়েছে। এমন বার্তাই দেওয়া হয়েছে  যে, যার যা ঘাটতি আছে, সেগুলোর উন্নতি করা।’
কিছুদিন আগে শ্রীলংকা ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেন সাইফ। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে।
শ্রীলংকার উইকেট সর্ম্পকে ভালো ধারনা রয়েছে সাইফের। তিনি ভবিষ্যদ্বাণী করেছে, এশিয়া কাপের ম্যাচগুলো হাই-স্কোরিং হবে।
সাইফ বলেন, ‘আমি যেসব ম্যাচ খেলেছি, সেমিফাইনাল ছাড়া সব ম্যাচেই ৩শর বেশি রান হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, আমি মনে করি ৩শর বেশি রানের উইকেটের মতো হবে। সেখানকার কিউরেটররা সাধারণত সাদা বলের ক্রিকেটের জন্য হাই-স্কোরিং মাঠ তৈরি করে। আমি বিশ্বাস করি, আমরা ৩শর বেশি রান তাড়া করতে পারবো।’
বিশ্বকাপের জন্য ব্যাকআপ পরিকল্পনায় থাকলেও এশিয়ান গেমসে সাইফ হাসানই বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বলে  ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat