ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৬৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে এশিয়া কাপ  শিরোপা জয় সম্ভব মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ফরম্যাটে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ দল।   তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের দেখা পেলেও ২০১৯ সালে প্রথম বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল টাইগাররা।
তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সাফল্যের দেখা পায়নি টাইগাররা। 
এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী তাসকিন। তিনি জানান, অতীতে বাংলাদেশের কোন দল যা অর্জন করতে পারেনি এবার তারা সেটাই করে দেখাতে চান। 
এশিয়া কাপ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দলের সাথে দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান টার্গেট এশিয়া কাপের ফাইনাল এবং আমার  বিশ্বাস, আমরা করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘দলগত অর্জন সবসময় সবকিছুর উর্ধ্বে থাকে। দল হিসেবে খেলতে পারলে এবং ফাইনালে উঠতে পারলে আমি খুশি হব। নিশ্চিতভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আসল বিষয় হল- আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কেননা  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এরপর ১৫টি ম্যাচে অংশ নিয়ে ৮টি জয় এবং ৫টিতে হেরেছে তারা। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশের ব্যাটিংয়ে চোখে পড়ার মত পরিবর্তন হয়েছে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই টাইগারদের  ৩শর বেশি রান করতে মুখিয়ে থাকতে দেখা গেছে।
তাসকিন বলেন, ‘আমাদের পারফরমেন্সের গ্রাফ সন্তোষজনক। নিজেদের অবস্থান থেকে সকলেই অবদান রাখার চেষ্টা করছে। আমার  মনে হয় আমরা যে ফলটা অর্জন করতে চাই  সেটার ভাল সম্ভাবনা আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat