ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৭৮৭০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় দফা আফগানিস্তানের ক্ষমতায় বছর পার করলেও এখনো ইরানের স্বীকৃতি পায়নি তালেবান সরকার৷ তবে সন্ত্রাস দমনের স্বার্থে একসঙ্গে কাজ করছে ইরান আর আফগানিস্তান৷ খবর ডয়চে ভেলের। 
গত ১৫ সেপ্টেম্বর ইরানের সংবাদ সংস্থা তাসনিম দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের মন্ত্রী এসমাইল খাতিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে৷ সেখানে এসমাইল খাতিব বলেন, ইরান ও তালেবান সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করছে৷ 
ইরানের রেভোল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থাটিকে তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়ায় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়েছে। সেখানে এমন পাহাড়ি এলাকায় তারা (আইএস) অবস্থান নিয়েছে, যেখানে তালেবান সরকার যেতেই পারে না৷ সেখান থেকে তারা তালেবান সদস্যদের ওপর হামলা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷
এদিকে ইরানও নিজেদের ভূখণ্ডের সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বিগ্ন৷ এক বছরেরও কম সময়ে দক্ষিণাঞ্চলের সিরাজ শহরে শিয়াদের এক মাজারে দু-দুবার হামলা হয়েছে৷ গত আগস্টে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়৷ এর আগে ২০২২ সালের অক্টোবরে একই স্থানে ভয়াবহ এক হামলায় ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছিলেন৷
ইরানের ৯৫০ কিলোমিটার (৫৯০ মাইল)-এর মতো এলাকা আফগান সীমান্ত সংলগ্ন৷ দুর্গম পাহাড়বেষ্টিত সেই এলাকায় এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্যই প্রায় অসম্ভব৷ এ কারণে সন্ত্রাস দমনের যৌথ উদ্যোগ প্রয়োজনীয়তা স্বীকার করেন নিরাপত্তা বিশ্লেষক নিসার আহমাদ সিরাজী৷ 
তবে তিনি মনে করেন, শুধু আইএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আফগানিস্তান এবং আফগানিস্তান সংলগ্ন দেশগুলোতে সন্ত্রাসী হামলা বন্ধ করা যাবে না, কারণ,‘শুধু আইএস নয়, আফগানিস্তানে এখন অন্য জঙ্গি সংগঠনগুলোও সক্রিয়৷ সেগুলোও আফগানিস্তান এবং আফগানিস্তানের পাশের সব দেশ এবং অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে৷
তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ইরান৷ তবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে৷ অতীতে সন্ত্রাসী হামলা রোধে তার সুফলও পেয়েছে ইরান৷ সে কথা এখনো স্মরণ করেন ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান। তিনি বলেছেন, তালেবানের সহায়তায় অতীতে আমরা পবিত্র নগরী মাশাদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিহত করেছি৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat