ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭১২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাম্পত্য কলহের জেরে জেলার জামালগঞ্জে তিন শিশু সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বিষ প্রয়োগকারী মা যমুনা বেগমের অবস্থাও আশংঙ্কাজনক। পুলিশ তাদের পিতা জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
নিহত সন্তানেরা হলেন- ছেলে তানজিদ হোসেন (১৫), মেয়ে সাকিরা আক্তার (১৩) ও ছোট ছেলে সাহেদ মিয়া(৬)। 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাতে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীর আলমের সাথে জুয়া খেলা নিয়ে তার স্ত্রী যমুনা বেগমের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। রোববার সকাল ১০টায় স্বামী জাহাঙ্গীর আলম বাড়িতে না থাকার সুবাদে স্ত্রী যমুনা বেগম তার ছেলেকে দিয়ে স্থানীয় বাজার থেকে মিষ্টি আনান। পরে মিষ্টির সাথে বিষ মিশিয়ে প্রথমে তিন সন্তানকে মিষ্টি খাওয়ায়। এরপর নিজে বিষ মিশ্রিত মিষ্টি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 
স্থানীয় লোকজন তাদেরকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আসার সময় রাস্তায় তিন সন্তানের মৃত্যু হয়। এ সময় জেলা সদর হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার মো. শফিকুল ইসলাম তিন সন্তানকে মৃত ঘোষণা করলেও যমুনা বেগমের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে বেলা ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম জানান, জেলা সদর হাসপাতালে আসার আগেই রাস্তায় তিন সন্তান মারা যায়। গুরুতর যুমনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে প্রেরণ করা হয়েছে। 
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস জানান, পুলিশ ইতিমধ্যে নিহতদের পিতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat