ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের জন্য জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করে আসছে। প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগে ইতোমধ্যে দেশব্যাপী হাজার হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার ইটের তৈরি বাড়ি পেয়ে স্থায়ী ঠিকানা পেয়েছে। এ উদ্যোগটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আজ বিকেলে শহরের লালন শাহ উন্মুক্ত মঞ্চে ‘বিশ্ব বাসস্থান দিবস-২০২৩’ উপলক্ষে র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তৃতাকালে উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবকরা এ মন্তব্য করেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল- ‘টেকসই নগর অর্থনীতি প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের চালিকা শক্তি।’
রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) যৌথভাবে ভূমিহীন ও গৃহহীনদের কীভাবে বাড়ি নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা ও উপায় উদ্ভাবন নিয়ে এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- আরসিসি’র চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, আরসিসি’র পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মাউতারউফ হোসেন, ইউডিপির আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন ও আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম কুমার বিশ্বাস।
সভায় বলা হয়, নগরীর বিভিন্ন বস্তি এলাকায় বসবাসকারী ১২ সহ¯্রাধিক পরিবারের ৪৮ হাজার বাসিন্দা তাদের বহুমাত্রিক দারিদ্র্য ও বঞ্চনা নিরসনে ইউডিপি গৃহীত কর্মসূচি’র মাধ্যমে জীবন ও জীবিকার উন্নতির সুযোগ পেয়েছে। এই উদ্যোগে ৪০টি সুফলভোগী পরিবার  জলবায়ু সহনশীল ঘর পেয়েছে।
ব্র্যাক শহুরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, তাদের সামগ্রিক জীবন ও জীবিকার উন্নতি এবং মৌলিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন খাতের অংশীদারদের সম্পৃক্ত করতে আরসিসি’র সহযোগিতায় ইউডিপি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat