ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৫৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় কোন লোকজন ব্যবসায়ীদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। কোন প্রকার চাঁদাবাজি করেনি। 
মন্ত্রী আজ বুধবার নওগাঁয় চেম্বার অব কমার্স আয়োজিত ব্যসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার সাদাত সরকার এবং নওগাঁ চেম্ব্রা অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু।
ব্যবসাযীরা মায়ের কোলে বসে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা যারা করেন তাদের উপরও কোন হস্তক্ষেপ ছিলনা। তাই ব্যবসায়ীদের দেশের মানুষের প্রতি মানবিক হয়ে সুদৃষ্টি দেয়ার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ভোক্তাদের সেবা এবং সহাযোগিতা দিলে পক্ষান্তরে সরকারকেই সহযোগিতা করা হবে। 
মন্ত্রী নওগাঁর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম উন্নয়নের অংশ হিসেবে এখানেও ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১শ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন হয়েছে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat