ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৬৭৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভালোবাসে এবং মানুষ উন্নয়নের পক্ষে। জনগণ তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিবে। 
তিনি বলেন, তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কালাম শামসুদ্দিন সরকারী অস্ত্র ভান্ডারের সকল অস্ত্র ও গোলাবারুদ বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন। তার নামে টুর্নামেন্ট হওয়ায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল, পদ্মা রেল সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল।
আজ (বুধবার) সিরাজগঞ্জের আবুল কালাম শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শহীদ আবুল কালাম  শামসুদ্দিন আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। 
তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় এবং খেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
ডেপুটি স্পিকার বলেন, সরকারী উদ্যোগে সারাদেশে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণ ও যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ্য মানবসম্পদ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই।
শামসুল হক টুকু বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলের খেলাধুলায় একসময় তীব্র প্রতিদ্বন্দিতা হতো। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির একটি অংশ এই খেলাধুলা। প্রত্যন্ত অঞ্চলে সুস্থ্য বিনোদনের মাধ্যম খেলাধুলাকে প্রায় নির্বাসনে পাঠানো হয়েছিল। সেই হারিয়ে যাওয়া খেলাধুলাকে আবার মাঠে ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা ভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা তাড়াশ উপজেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে।
ফাইনাল খেলার আগে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে দলীয় সংগীত, দলীয় নৃত্য এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat