জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্যে হামাস ও ইসরাইলের সাথে যোগাযোগ করছে ‘দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস(আইসিআরসি)।’
গ্রুপটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস শনিবার আকস্মিকভাবে ইসর্ইালে বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা অন্তত দেড়শ’ ইসরাইলী ও বিদেশীকে গাজা উপত্যকায় জিম্মি করে রাখে। এদের মধ্যে সামরিক, বেসামরিক নাগরিক, নারী ও শিশু রয়েছে।
মধ্যপ্রাচ্যে রেডক্রসের আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে যে কোন চুড়ান্ত মুক্তির জন্যে আমরা জিম্মি ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মানবিক পরিদর্শনে যেতে প্রস্তুত।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী জিম্মি হিসেবে আটক করা নিষিদ্ধ। যদি কেউ তা করে তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেয়া উচিত।
বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে উভয়পক্ষের প্রতি আইসিআরসি আহ্বান জানিয়েছে।