বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২২-২৩ অর্থবছরে ২শ ৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিএসসি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের জন্য ২৫ ভাগ লভ্যাংশ ঘোষণা করেছে।
আজ রোববার চট্টগ্রামস্থ বিএসসির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৩১৮তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যন্যের মধ্যে বিএসসি পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসসির জন্য আরো নতুন নতুন জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ সংগ্রহের সক্ষমতা অর্জন করেছে বলে বৈঠকে জানানো হয়।
প্রতিমন্ত্রী এর আগে চট্টগ্রামের আকবরশাহ কৈবল্যধামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আনসার ক্যাম্প উদ্বোধন করেন।