ব্রেকিং নিউজ :
যশোরে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদন্ড নোয়াখালীর হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ শেরপুরে ইজি বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত যশোরের তিন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করলো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫৬৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ বর্তমান সরকারের উন্নয়ণ ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত¦রে সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় সংসদ সদস্য মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়ণে নিরলস কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের ফলে মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক সাফিজুল ইসলাম প্রমুখ। সভায় সৈয়দপুর ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat