• প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ আজ জেল হত্যা দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা।
পরে জাতীয় চার নেতা স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ ই এম মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, এড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat