ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৮৮০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ  সেমিফাইনালের আগে দলের মধ্যে অন্যরকম এক ‘আবহ ও শক্তি’ দেখতে পাচ্ছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। 
চার বছর আগে নিউজিল্যান্ড শেষ চারের লড়াইয়ে ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিল। বৃষ্টির কারনে ম্যাচটি রিজার্ভ ডে পর্যন্ত গড়িয়েছিল। আর ঐ পরাজয়ে ভারতের ১৯৮৩ সালে ইংল্যান্ডে ও ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপের পর তৃতীয় শিরোপা জয়ের পথে আরো কিছুটা বিলম্ব হয়। ম্যানচেস্টারে ২০১৯ সালের সেমিফাইনালে খেলেছেন  ভারতীয় বর্তমান দলের পাঁচ খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।
গতকাল রোববার নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে গ্রুপ পর্বে নয় ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে উন্নীত হয়েছে স্বাগতিক ভারত। কাল ম্যাচ শেষে দ্রাবিড় বলেছেন, ‘যখন সবকিছু ঠিকভাবে চলে তখন সবই ভাল থাকে। কিন্তু একটি পরাজয় সবকিছু পাল্টে দেয়। শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না। অবশ্যই এটি সেমিফাইনাল ম্যাচ। আমি মনে করি প্রতি ম্যাচে আমরা যা করেছি তার থেকে খুব বেশী কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তবে বাড়তি একটি চাপ তো থাকবেই। যদিও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা সেই চাপ সামলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছি। এই দলের মধ্যে আলাদা একটি আবহ ও শক্তি আমি দেখতে পাচ্ছি।’
চার বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ২৪০ রানের টার্গেট পেয়েছিলাম। কিন্তু মাত্র ১৩ রানে ভারতের চার উইকেটের পতন ঘটে। 
গতকাল ভারতের টপ অর্ডারের পাঁচ ব্যাটারই ৫০ কিংবা তার উপরে রান করেছে। অধিনায়ক রোহিত শর্মা ৬১, শুভমান গিল ও বিরাট কোহলি উভয় করেছেন ৫১ রান করে। এরপর শ্রেয়াস আয়ার (১২৮*) ও কে এল রাহুল (১০২) মিলে ২০৮ রানের পার্টনারশীপ গড়েন। ব্যাটারদের দৃঢ়তায় ভারত ৪ উইকেটে ৪১০ রান সংগ্রহ করে। 
স্টার স্পোর্টসকে দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি আমাদের মিডল অর্ডার দুর্দান্ত খেলছে। অবশ্যই টপ অর্ডারই তাদের পথ দেখাচ্ছে। কোহলি ও শর্মা পুরো টুর্ণামেন্টে নিজেদের প্রমান করেছে। তারা যেভাবে ব্যাটিং দিয়ে  দলকে সহযোগিতা করে চলেছে সেটা দেখে শ্রেয়াস, কে এল এমনকি জাদেজা ও সুর্যকুমার যাদবও অনুপ্রানীত হচ্ছে। আশা করছি সেমিফাইনালেও এই ধারা বজায় থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat