পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি আজ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এই শ্রদ্ধা নিবেদন করেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্যবাসীর ভোটে তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১১ জানুয়ারি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পদে নিয়োগ লাভ করেন।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের সকল ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সকলের ভাগ্যোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।