ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৭৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে চক্ষু হাসপাতাল গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওয়ায়দুল হাসান।
তিনি বলেন, চিকিৎসকদের গ্রাম গিয়ে সেবা প্রদান করতে হবে। পেশাদারিত্বের সাথে দরদ দিয়ে চক্ষু রোগীদের সেবা প্রদান করলে তা বেশী কার্যকর হবে। 
তিনি আজ বুধবার রাজধানীর মিন্টু রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫১তম বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদানের আহবান জানিয়ে তিনি আরো বলেন, তরুণ চিকিৎসকদের আন্তরিকতা ও সহমর্মিতার সাথে রোগীদের সেবা দিতে হবে। 
বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা: মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন, দেশের বিদ্যমান আইন সংশোধন করতে হবে। অঙ্গ প্রতিস্থাপন আইনের কিছু জটিলতার জন্য চাইলেই অঙ্গদান করা সম্ভব হয় না। আইনি জটিলতার কারণে দেশের রোগীরা কিডনীসহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে যাচ্ছে। 
তিনি আরো বলেন, বাংলাদেশে বিএসএমএমইউয়ে মাত্র তিন লাখ টাকায় কিডনী প্রতিস্থাপন করতে পারছে। অন্যদিকে, পাশ্ববর্তী দেশ ভারতে এধরনের চিকিৎসায় ত্রিশ লাখ টাকার বেশি খরচ হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ.কে.এম মুকতাদির। এছাড়া, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথ্যালমোলজীর সভাপতি অধ্যাপক আভা হোসেন এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat