ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৩৪৪৫৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ততা এবং বিশ^কাপকে সামনে রেখে বিশ্রামের প্রয়োজনে দলের মূল খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (ডব্লিউআইসি)। 
বিশ^কাপ দলে থাকা সাতজন ক্রিকেটারের সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। তারা হলেন- নিয়মিত অধিনায়ক রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ, শেরফানে রাদারফোর্ড, নিকোলাস পুরান ও শাই হোপ। 
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়ক পাওয়েল ও হেটমায়ার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে জোসেফ, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল ও রাদারফোর্ড। আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজস্থান, ব্যাঙ্গালুরু ও কলকাতা। এজন্য প্লে-অফের খেলা নিয়ে ব্যস্ত থাকবেন তারা। 
ব্যাঙ্গালুরু ও কলকাতা আইপিএলের ফাইনালে উঠতে না পারলে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিবেন জোসেফ ও রাদারফোর্ড। 
লক্ষেèৗ সুপার জায়ান্টসের হয়ে পুরান এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন হোপ। তাদের দল প্লে-অফে উঠতে না পারায় দেশে ফিরেছেন দুজনই। কিন্ত বিশ^কাপের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
দক্ষিণ আফ্রিকা সিরিজে রাখা হয়েছে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া কাইল মায়ার্স ও ম্যাথু ফোর্ডকে। প্রোটিয়াদের বিপক্ষে আশানুরুপ পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিশ^কাপ দলের রিজার্ভ তালিকায় জায়গা করে নিতে পারবেন তারা। 
নতুন অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের নেতৃত্বে আগামী ২৪, ২৬ ও ২৭ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রোস্টন চেজ, অ্যালিক আথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat